বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

বড়পুকুরিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত

দিনাজপুর প্রতিনিধি

লকডাউন ভেঙে বেতন ভাতার দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ফটক এলাকায় অবস্থান করে গতকাল দ্বিতীয় দিনে বিক্ষোভ করেছেন চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীন কর্মরত খনি শ্রমিকরা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। তারা বলেন, বৃহস্পতিবার আবার কয়লা খনির দুই গেটে অবস্থান নিয়ে দাবি জানাবেন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান, বড়পুকুরিয়া খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। শ্রমিকরা বলেন, এখন তাদের ঘরে খাবার নাই। লকডাউন ভেঙে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা বেতন না নিয়ে ঘরে ফিরবেন না।

বড়পুকুরিয়া খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বোনাস ও বেতনের দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলন করে এলেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর