বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

‘ডক্টরস সেফটি চেম্বার’

করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয় নিশ্চিত করতে বাগেরহাটের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু করা হয়েছে। বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে এ সেফটি চেম্বার করা হয়। গতকাল ডক্টরস সেফটি চেম্বারের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম।

-বাগেরহাট প্রতিনিধি

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে আওয়ামী লীগ নেতাসহ দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা হয়েছে। গতকাল দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত মামলা হয়নি। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, এখনো আমরা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-শরীয়তপুর প্রতিনিধি

বজ্রপাতে প্রাণহানি

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে হেদায়েত উল্লাহ হেদু (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। জানা যায়, ওই কৃষক সকালে বাড়ির পাশে বীজ তলায় ধানের বীজ বপন করছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। -লাকসাম প্রতিনিধি

কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে তিন কোটি ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদফতর ও নৌপুলিশ। গতকাল টানা তিন ঘণ্টার এ অভিযানে এ জাল উদ্ধার করা হয়। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, আটটি স্থাপনায় লুকিয়ে রাখা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে মিরকাদিম পুলিশ ফাঁড়িতে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। -মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুক্তিযোদ্ধার ওপর হামলা

টাঙ্গাইলের সখীপুরে পূর্ব শত্রুতার জেরে গাজী আবদুল কাদের (৮০) নামের এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ওপর হামলা হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার সোলাপ্রতিমা এলাকায়। গত মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মুক্তিযোদ্ধার ছেলে কামরুল হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজ্জাক, তার স্ত্রী মোমেনা ও ওয়াজেদ মিয়াকে আটক করেছে।

-সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

খাদ্য সহায়তা

করোনা পরিস্থিতিতে ভান্ডারিয়া উপজেলার প্রায় ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের উদ্যোগে পর্যায়ক্রমে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে এই কার্যক্রম চালাচ্ছেন তিনি।

-পিরোজপুর প্রতিনিধি

ছাদ ধসে মৃত্যু

নওগাঁর ধামইরহাটে কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ছাদ ধসে কাবেজ উদ্দিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া ঝড় ও বৃষ্টিতে জেলায় ইরি-বোরো ধানের ক্ষতি হয়েছে। -নওগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর