বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

খেত থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি

পূর্ববিরোধের জেরে নাটোরের গুরুদাসপুর উপজেলার দীঘদারিয়া বিল থেকে পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক রফিক সরদার গতকাল থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চার বিঘা জমিতে ইরি-বোর ধান চাষ করেছেন তিনি। ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু প্রতিপক্ষের ১৫-২০ জন লোক বুধবার সকাল থেকে তার জমির ধানকাটা শুরু করে। খবর পেয়ে তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখায়। পরে তিনি থানায় যান। এদিকে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফিরতে ফিরতে চার বিঘা জমির মধ্যে পাঁচ কাঠার ধান কেটে বাড়ি নিয়ে গেছে অভিযুক্তরা। পুলিশে অভিযোগ করার খবর পেয়ে দুপুরের পর ধান কাটা বন্ধ রেখেছে তারা। অভিযুক্তদের পক্ষে  রমজান হোসেন জানান, খেতের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ আছে। নিষ্পত্তি করতে অগ্রাহ্য করায় ধান কাটা হয়েছে। গুরুদাসপুর থানার ওসি জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর