শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় পা বিচ্ছিন্ন বাবা-মেয়ের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বাবা-মেয়ের পা। এ ঘটনায় ডান পা থেঁতলে গেছে ছেলের। জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় গতকাল সকালে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার ঘোষপাড়ার চা দোকানি লিটন মন্ডল, তার ৭ বছরের মেয়ে লামিয়া জাহান ও ছেলে আসিফ (১৪)। বগুড়ায় হাইওয়ে পুলিশ জানায়, লিটন মন্ডলের ছেলে ও মেয়ে নানা বাড়ি শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বেড়াতে গিয়েছিল। তাদের ফিরিয়ে নেওয়ার জন্য লিটন মোটরসাইকেল নিয়ে শ্বশুড়বাড়ি যান। বৃহস্পতিবার ছেলে-মেয়েকে নিয়ে শেরপুরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটারসাইকেলটি ছিটকে পড়ে তিনজন আহত হন। শিশু লামিয়ার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার বাবা ও ভাইয়ের ডান পা থেঁতলে যায়। শজিমেক হাসপাতালের ডা. রেজাউল আলম জুয়েল জানান, শিশু লামিয়ার ডান পা দুর্ঘটাস্থলেই বিচ্ছিন্ন হয়ে গেয়ে। অপারেশনের মাধ্যমে লিটন ম-লের ডান পা কেটে ফেলতে হয়েছে। অপর সন্তান আসিফের ডান পা থেঁতলে গেলেও কাটার প্রয়োজন পড়েনি। বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ জানান, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

 এ ঘটনায় মামলা করা হবে।

সর্বশেষ খবর