শিরোনাম
শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাস পরিস্থিতিতেও থামছে না হবিগঞ্জের আজমিরীগঞ্জের নোয়াগড় গ্রামের দুই পক্ষের বিরোধ। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গতকাল ভোরে বিবদমান দুটি গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ ৮০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে। পুলিশ জানায়, নোয়াগড় গ্রামের সাবেক মেম্বার শাহজাহান মিয়া ও একই গ্রামের আক্তার মিয়া গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উভয়পক্ষের মধ্যে এক মাস আগেও সংঘর্ষ হয়েছে। তখন পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছিল। গতকাল ভোরে আবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ পুলিশ ফাঁকা গুলি ছোড়ে নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফরিদপুরে ভাঙচুর লুট : ফরিদপুর প্রতিনিধি জানান, সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে হামলাকারীরা। উপজেলার খারদিয়া-উজিরপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খারদিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ সমর্থক রফিকুল মোল্যার আধিপত্য নিয়ে বিরোধ চলছে।

 এর জেরে বৃহস্পতিবার সকালে আলমগীরের লোকজনের বাড়িঘরে রফিকুলের সমর্থকরা হামলা চালালে সংঘর্ষ বাধে।

সর্বশেষ খবর