শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে চার কিমি রাস্তা সংস্কার

টাঙ্গাইল প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে চার কিমি রাস্তা সংস্কার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রাস্তা সংস্কার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লকডাউনের মধ্যে স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার করে দুটি রাস্তা সংস্কার করেছেন এলাকাবাসী। বাজারে আনারস-কলাসহ অন্যান্য কৃষি পণ্য পরিবহন সহজ করতে এই কাজটি করেছেন তারা। এতে এলাকাবাসী ছাড়াও ট্রাক-কভার্ডভ্যান-ট্যাম্পু চালক, শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণির মানুষ অংশ নিয়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, বর্ষা মৌসুমে মধুপুরের আউশনারা দানকবান্ধা থেকে মোটেরবাজার পর্যন্ত দুই কিলোমিটার এবং বেরীবাইদের চাটারবাইদ থেকে মোটেরবাজারের মাটির রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কয়েক দিন ধরে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এই রাস্তা সংস্কার করে আসছেন। পুরো রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত কাজ চলবে বলে জানান উদ্যোক্তারা।

 

প্রভাষক রাজু আহমেদ এবং সংগঠক মশিউর রহমান ও রবিউল ইসলাম বলেন, বর্ষা মৌসুম এই অঞ্চলের অর্থকরী ফসল আনারস কাটার সময়। ঠিক এই সময়টা বনাঞ্চল ও লাল মাটির গ্রামীণ রাস্তা কাদায় চলাচলের উপায় থাকে না। আনারস-কলা পরিবহনে চাষীদের নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়। আর এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে স্থানীয়দের এমন উদ্যোগ প্রশংসা পাওয়ার মত।

আউশনারা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, পর্যায়ক্রমে রাস্তা দুটি সংস্কার করা হবে।

সর্বশেষ খবর