শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় ৮৮ ঠাকুরগাঁওয়ে ১৬ বন্দীর মুক্তি

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে বগুড়া কারাগার থেকে দ্বিতীয় দফায় আরও ৮৮ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তে গতকাল বিকালে তাদের মুক্তি দেওয়া হয়। বগুড়া জেল সুপারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রথম দফায় বগুড়া কারাগার থেকে আরও ১১ বন্দীকে মুক্তি দেওয়া হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট ৯৯ বন্দীকে মুক্তি দেওয়া হলো। বগুড়া কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হচ্ছে। যাদের মুক্তি দেওয়া হচ্ছে তারা সবাই লঘুদ-ে দ-িত। ঠাকুরগাঁও : জেলা কারাগার থেকে ১৬ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল লঘু সাজাপ্রাপ্ত ১৬ জন বন্দীকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা কারাগার কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলসুপার জাবেদ  মেহেদী জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় সাধারণ ক্ষমা ঘোষণা করে বেশ কিছু কয়েদি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে আজ ১৬ জনের মুক্তি দেওয়া হলো।

সর্বশেষ খবর