শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

রেজাল্ট পেন্ডিং থাকায় শঙ্কিত

করোনা টেস্ট

নাটোর প্রতিনিধি

নাটোরে সংগৃহীত নমুনার রেজাল্ট অর্ধেকের বেশি পেন্ডিং থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। নমুনা দেওয়ার পর অনেকের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও রেজাল্ট পাননি। ফলে তারা অজানা শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন। নাম প্রকাশ না করা শর্তে নমুনা প্রদানকারী এক ব্যক্তি বলেন, তিনি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গত মাসের ২৭ তারিখে নমুনা দিয়েছেন। কিন্তু আজ অবধি তার কোনো রেজাল্ট আসেনি। এমন অভিযোগ অনেকের। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত নাটোর জেলা থেকে ৮৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত রেজাল্ট পাওয়া গেছে ৩৩৪টি। এর মধ্যে তিন দফায় ১০ জনের রেজাল্ট পজিটিভ এবং ৩২৪ জনের রেজাল্ট নেগেটিভ। পেন্ডিং রয়েছে ৪৮৯টির রেজাল্ট। এ ছাড়া ১৭টি অকার্যকর হয়েছে। এদিকে বৃহস্পতিবার নতুন করে আরও ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলে নতুন ও পুরাতনসহ ৫৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সংকটের কারণে পরীক্ষার ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বর্তমানে নমুনা সংগ্রহ বেড়ে গেছে। ইতিমধ্যে রাজশাহীর ল্যাবে দুই শিফটে কাজ করেও সময়মতো রেজাল্ট দিতে পারছেন না কর্মরত টেকনোলজিস্টরা। রাজশাহীসহ পাঁচ জেলার করোনা নমুনা পরীক্ষা করার কারণে জটের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর