শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

কুড়িগ্রামে ব্লাস্টে আক্রান্ত বোরো ধান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ব্লাস্টে আক্রান্ত বোরো ধান

কুড়িগ্রামের রৌমারীতে কৃষকদের বোরো ধান খেতে নেক ব্ল্যাস্ট রোগ দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ২ হাজার হেক্টর বোরো খেত। কেউ কেউ নষ্ট হয়ে যাওয়া ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। রৌমারী উপজেলার নলবাড়ি গ্রামের কয়েকজন কৃষক জানান, শুরু থেকে ধান গাছ ভালোভাবেই বেড়ে উঠেছিল। শীষ আসার মুহূর্তে নেক ব্ল্যাস্ট রোগ খেত নষ্ট করে দিয়েছে। ফসল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে আর্থিক সহযোগিতা দাবি করেছেন। উপজেলা কৃষি অফিস জানায়, রৌমারীতে চলতি মৌসুমে ৯ হাজার ৮২০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার হেক্টরে নেক ব্ল্যাস্ট দেখা দিয়েছে। ফলে শঙ্কা রয়েছে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার। বাইটকামারী গ্রামের কৃষক ফরিজুল ও নজরুল বলেন, এবার ধানের শীষ মরা রোগে সব শেষ হয়ে গেছে। করোনার কারণে কৃষি অফিসের কেউ পরামর্শ দিতে আসেনি। দোকান থেকে ওষুধ কিনে দুবার স্প্রে করেছি কোনো লাভ হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার হোসেন বলেন, সারা দেশেই বোরোর নেক ব্ল্যাস্টের আক্রমণ হয়েছে। এখানকার কৃষকদের সচেতনতার অভাবে এ রোগের প্রাদুর্ভাব বেশি হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে মাইকিংসহ লিফলেটও বিতরণ করেছি।

সর্বশেষ খবর