শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

২৫০ টাকায় মাড়াই শেষ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

২৫০ টাকায় মাড়াই শেষ

বগুড়ার শাজাহানপুরে কৃষকের বন্ধু হিসেবে পরিচিত হয়ে উঠেছে ভ্রাম্যমাণ ধান মাড়াই যন্ত্র। এ মাড়ায় যন্ত্র এক বিঘা জমির ধান মাড়াই করতে সময় নিচ্ছে মাত্র ৪০ মিনিট। বিঘাপ্রতি ধান মাড়াই করতে চার্জ নিচ্ছে ২৫০ টাকা। নিমিষেই বিঘার পর বিঘা জমির বোরো ধান মাড়াই করে কৃষককে স্বস্তিতে রাখছে এই যন্ত্রটি। করোনা পরিস্থিতির কারণে কৃষি শ্রমিকের সংকট মোকাবিলায় বোরো চাষিরাও ভ্রাম্যমাণ ধান মাড়াই যন্ত্রে ভরসা রাখছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদিঘি বাজার এলাকার কৃষক এমদাদুল হক জানিয়েছেন, তিনি চলতি বছরে ৫ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন। এরই মধ্যে কয়েকটি জমির ধান কাটা হয়েছে। ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছাতে প্রতি বিঘায় শ্রমিক খরচ গুনতে হচ্ছে ২৫০০-২৮০০ টাকা। আর প্রতি বিঘা জমির ধান শ্রমিক দিয়ে মাড়াই করতে খরচ পড়ছে ৮০০-১০০০ টাকা। তাই তিনি ধান মাড়াই যন্ত্র দিয়ে তার ধান মাড়াই করে নিচ্ছেন। এতে একদিকে খরচ কম অপরদিকে অল্প সময়ে মাড়াই কাজ সম্পন্ন হওয়ায় সহজেই ধান ঘরে তোলা যাচ্ছে।  উপজেলার খরনা ইউনিয়নের বনভেটি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মৃত হাসেন আলীর পুত্র সোহেল রানা জানিয়েছেন, তিনি ২ লাখ ৬৩ হাজার টাকা খরচ করে ডিজেলচালিত একটি ধান মাড়াই যন্ত্র তৈরি করেছেন। যন্ত্রটি দিয়ে প্রতি ৩৫-৪০ মিনিট সময়ে ১ বিঘা জমির ধান মাড়াই করা যায়। এতে ডিজেল খরচ হয় ১০০ টাকার। এ হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টায় যন্ত্রটি ১৮-২০ বিঘা জমির ধান মাড়াই করতে সক্ষম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর