শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

কৃষকের আতঙ্ক ‘জোঁক’

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাজিতপুর ও কটিয়াদী উপজেলায় ফলন ভালো হলেও জোঁক আতঙ্কে ধান কাটতে পারছেন না প্রায় ৮ হাজার কৃষক। কৃষকরা জানান, জমিতে জোঁক থাকায় শ্রমিকরা চড়া মুজরিতেও ধান কাটতে রাজি হচ্ছে না। শ্রমিকেরা ধান কাটতে নামলেই শরীরের বিভিন্ন স্থানে উঠে আক্রমণ করে জোঁক। এ কারণে কেউ ধান কাটতে সাহস পাচ্ছেন না। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ বি এম রকিবুল হাসান বলেন, রাসায়নিকভাবে দমনের জন্য অ্যামুলিয়াম সালফেট অথবা সিডিয়াল নামক কীটনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহারে জোঁকের সংক্রমণ কমবে। তবে সংক্রমিত এলাকার সব কৃষককে একযোগে এই কীটনাশক ব্যবহার করতে হবে। তা না হলে এর বিস্তার রোধ করা যাবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর