শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্লাস্ট আক্রান্ত ১৩৪ হেক্টর জমির ফসল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরের কৃষক নূরু মিয়ার সোয়া দুই কানি (জমির স্থানীয় মাপ) জমির ফসল পুরোটাই নষ্ট হয়েছে ব্লাস্ট রোগে। আরও অনেক কৃষক কম-বেশি ক্ষতির শিকার হয়েছেন। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার প্রায় ১৩৪ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে ব্লাস্ট ও রেইনস্পটে। লকডাউন শুরুর দিকে কীটনাশকের দোকান বন্ধ থাকায় জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে ব্যর্থ হন কৃষকরা। ফলে ফসল রোগাক্রান্ত হয়েছে। জেলায় চলতি মৌসুমে এক লাখ ১২ হাজার ৮৩৮ হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষ হয়। এর মধ্যে ১৩৪ হেক্টর জমির ফসল ছত্রাকঘটিত এ রোগে আক্রান্ত হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক রবিউল হক মজুমদার বলেন, রোগব্যাধি প্রতিবছরই থাকে। এবারের পরিস্থিতি ভিন্ন।

সর্বশেষ খবর