শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

বেসরকারি শিক্ষকদের মানবেতর জীবন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মহামারী করোনার কারণে সারাদেশে চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে সব পেশার লোক। এমনিভাবে বেসরকারিভাবে পরিচালিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রায় ২০০ প্রাইভেট প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ। কর্মহীন হয়ে পড়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক ও শিক্ষক-কর্মচারীরা। প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা না পাওয়ায় প্রায় দুই হাজার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২০০ টির মতো বেসরকারিভাবে পরিচালিত কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ রয়েছে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এদের মধ্যে সমাপনি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে এ সব প্রাইভেট প্রতিষ্ঠান। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, আমরা বেসরকারি শিক্ষকদের বিষয়টি চিন্তা করছি। আশা করছি দ্রুততম সময়ে তাঁরাও সহায়তার আওতায় আসবে। গুরুত্বের সঙ্গে তাদের বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর