শিরোনাম
শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

উপহার নিয়ে বাড়ি ফিরল ১০০ শ্রমিক

নাটোর প্রতিনিধি

শেষ হলো চলনবিলের ধান কাটা। নিজ গৃহে ফিরে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিকরা। যাওয়ার আগে প্রত্যেক শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পরিবহন ব্যয় ও উপহারসামগ্রী। শ্রমিকদের উৎসাহ দিতে ওই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। বিভিন্ন জায়গা থেকে চলনবিলে ধান কাটতে আসা প্রায় ১০০ শ্রমিকের মাঝে ওই পরিবহন ব্যয় ও উপহারসামগ্রী প্রদান করা হয়।  গতকাল সকালে সরেজমিন উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল বিলশা মাঠে গিয়ে দেখা যায়, শ্রমিকরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। প্রত্যেক শ্রমিকের মুখে দেখা যায় মৃদু হাসি। এ বছর চলনবিলে এসে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছে শ্রমিকরা। পেয়েছে প্রতিদিন শুকনো খাবার, থাকার জন্য পেয়েছেন সুন্দর বাসস্থান, পেয়েছেন সার্বিক নিরাপত্তা।

সর্বশেষ খবর