রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

সন্তানদের ফেলে দেওয়া মায়ের পাশে ডিসি

পঞ্চগড় প্রতিনিধি

সন্তানদের ফেলে দেওয়া মায়ের পাশে ডিসি

অসুস্থ মায়ের দায়িত্ব নিচ্ছিল না ছেলেরা। তাই মেয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি । ১ মাস পার হওয়ার পরে  মেয়েও বিরক্ত হয়ে আবার ছেলেদের কাছে পৌঁছে দেন সেই মাকে। বৃহস্পতিবার বিকালে ছেলেরা বৃদ্ধা মাকে ফেলে আসেন ইউনিয়ন পরিষদের বারান্দায়। গত শুক্রবার খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা  সেই মাকে উদ্ধার করে পৌছে দেন মেয়ের বাড়িতে। তারা প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে। শনিবার সেই বৃদ্ধা ইশারন নেছার পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।  গতকাল দুপুরে তিনি জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখুর তলা গ্রামের বৃদ্ধার তৃতীয় মেয়ে আজিমা খাতুনের বাসায় যান। এ সময় তিনি ওই বৃদ্ধার শারিরিক অবস্থার খোঁজ-খবর নেন। বৃদ্ধার আঘাত পাওয়া বাম পায়ের উন্নত চিকিৎসার আশ্বাস দেন জেলা প্রশাসক। এ সময় তিনি বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, নুডলসসহ শুকনা খাবার, বৃদ্ধার একটি স্থায়ী ঘরের জন্য ২ বান টিন ও নগদ ২০ হাজার টাকা দেন।

আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী, মো. আমিরু ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর