রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

দিনাজপুরে ফোনে পেলেন তিন প্রতিবন্ধী সহায়তা

দিনাজপুর প্রতিনিধি

পরিবারের ৫ সদস্যের মধ্যে ৩ জনই শারীরিক প্রতিবন্ধী। একদিকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার আতঙ্ক। অপরদিকে চরম সংকটে থাকা অসহায় পরিবারের জোটেনি ত্রাণ সহায়তা। ক্ষুধার যন্ত্রণা যখন আর সহ্য করা যাচ্ছিল না তখন শারীরিক প্রতিবন্ধী রোজিনা আকতার মুঠোফোনে তাদের পরিবারের কষ্টের কথা জানালেন স্থানীয় জাতীয় সংসদের হইপ এম ইকবালুর রহিম এমপিকে। ফোনের কয়েক ঘণ্টার মধ্যেই ত্রাণ সহায়তা পৌঁছে গেল অনাহারে থাকা ওই প্রতিবন্ধী পরিবারের কাছে। দিনাজপুর সদর উপজেলার প্রত্যন্ত জালালপুর গ্রামের শাহাপাড়ায় ওই প্রতিবন্ধী পরিবারের বাড়ী। জানা যায়, স্বল্প আয়ের রেজাউল ইসলাম ও আহেদা আকতারের পরিবারের ৫ সদস্যের মধ্যে ৩ জনই শারীরিক প্রতিবন্ধী। ছেলে জুয়েল (৩৪), মেয়ে রোজিনা আকতার (২৫) এবং ছোট ছেলে রোহান (১৪)। তিন সন্তানই তাদের জন্ম সূত্রে শারীরিক প্রতিবন্ধী।

সর্বশেষ খবর