রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

৮০’র পরিবর্তে পেলেন ২৩ কেজি চাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী হাওলাদারের বিরুদ্ধে জেলেদের এপ্রিল ও মে মাসের ভিজিএফের বরাদ্দের ৮০ কেজি চালের পরিবর্তে ২৩ কেজি করে চাল বিতরণের অভিযোগ উঠেছে। চাল কম পাওয়ায় গতকাল ইদ্রিস মাতুব্বর নামে এক জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইদ্রিস মাতুব্বর অভিযোগ করেন, চাল কম দেওয়ার কারণ জানতে চাইলে ওই ইউপি সদস্য জেলেদের বিভিন্ন ধরনের হুমকি দেন। এ কারণে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সর্বশেষ খবর