রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

পুলিশের ‘বিকল্প ক্যাম্প’

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার লাকসামে পুলিশ প্রশাসনে করোনা ঝুঁকি এড়াতে বিকল্প ক্যাম্প স্থাপন করা হয়েছে। শহরের পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প স্থাপন করা হয়। জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে সারা দেশে  পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেড় হাজারেরও বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে লাকসামে একই পরিবারের ৮ জনসহ ১৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এ উপজেলায় করোনা ঝুঁকির আশঙ্কা রয়েছে। এরই প্রেক্ষিতে পুলিশ প্রশাসনে করোনা ঝুঁকি এড়াতে অগ্রিম সতর্কতা হিসেবে থানায় দুটি ব্যারাকে এবং স্থানীয় পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে পৃথক তিনটি ভাগে বিভক্ত করে দায়িত্ব বন্টন করা হয়েছে। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, করোনা ঝুঁকি এড়াতে তিনটি পৃথক ব্যারাকে অবস্থান করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর