সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

ত্রাণের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিদিন ডেস্ক

ত্রাণের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পঞ্চগড়ে বিক্ষোভের এক পর্যায়ে মহাসড়কে বসে পড়েন পরিবহন শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় খাবার সংকটে পড়েছেন গণপরিবহন শ্রমিকরা। তাই পর্যাপ্ত খাবার নইলে যাত্রীবাহী পরিবহন চালুর দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। তারা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি ১০ দিন পর পর শ্রমিকদেরকে খাদ্য দেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ সাময়িক তুলে নেয় শ্রমিকরা। গতকাল সকালে শহরের  চৌরঙ্গী মোড়ে প্রায় ৩ শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন করেন। এদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ত্রাণের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কর্মহীন মোটর শ্রমিকরা। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলা সদরের রওশন ফিলিং স্টেশন এলাকায় বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন তারা। সঞ্চিত অর্থ শেষ হওয়ায় ত্রাণের জন্য গত এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে শ্রমিকদের তালিকা দিয়ে ত্রাণ দাবি করেন। অথচ এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ পাননি।

সর্বশেষ খবর