সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা
তিন আসামি ছিনতাই

চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাড়ি ভাঙচুর ও লুটপাটের মামলার তিন আসামিকে পুলিশের কাছ থেকে ছিনতাই ও সাত পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মুকসুদপুর থানার সাব ইন্সপেক্টর হায়াতুর রহমান বাদী হয়ে খান্দারপাড়া ইউপি চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামি করে ৩৮ জনের নামোল্লেখ করে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার ভাটরা মোড়ে পুলিশের কাছ থেকে তিন আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয় লোকজন। এ সময় সাত পুলিশ সদস্য আহত হন। মুকসুদপুর থানার ওসি জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে গোপালগঞ্জ জেলা শহর থেকে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করলেও হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামিরা এখনো ধরা পড়েনি।

আসামি ছিনতাইয়ের ঘটনার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে শনিবার রাত থেকেই বেজড়া-ভাটরা গ্রাম গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের কাওইনিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাফর মিয়া ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত বুধবার জাফর মিয়ার লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে মনোয়ার মেম্বারের সমর্থকরা। এ ঘটনায় করা মামলার আসামি ধরতে গিয়েছিল পুলিশ।

সর্বশেষ খবর