সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে পাটের ব্যাপক ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালীতে শিলাবৃষ্টিতে পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে ঝরে গেছে ক্ষেতের পাকা ধান, তিল, মরিচসহ অন্যান্য ফসল। গত শনিবার সন্ধ্যার দিকে শিলাবৃষ্টির এ ঘটনা ঘটে ওই দুটি উপজেলার বিভিন্ন গ্রামে। শিলা বৃষ্টিতে এ দুটি উপজেলায় প্রায় ৬৭৬ হেক্টর জমির পাট সম্পূর্ণ বিনষ্ট হয়েছে বলে কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে।  ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা অন্য ফসল চাষের পরামর্শ দিয়েছি। সরকার কোনো প্রণোদনা দিলে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের আগে সেই সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে।   

সর্বশেষ খবর