সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

দোকান খোলা রাখায় তেল নিয়ে গেলেন ওসি!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে দোকান খোলা রাখায় ব্যবসায়ীর তেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শিবচর থানার ওসির বিরুদ্ধে। রিমন অয়েল হাউস নামের ওই দোকান মালিক লতিফ জানান, গত শনিবার দুপুরের পর তিনি দোকানের অর্ধেকাংশ বন্ধ করে ছেলেক বসিয়ে বাড়িতে যান। এরপর বৃষ্টির কারণে দোকানে আসতে পারেননি। এরই মধ্যে পুলিশ সদস্যরা এসে ২৯ লিটার জালানি তেল নিয়ে গেছেন। তিনি বলেন, ‘যদি দোকান খোলা রাখা অন্যায় হয়, তাহলে ওসি সাহেব আমাকে কিছু জরিমানা করতেন। কিন্তু তিনি তেল নিয়ে গেলেন কেন? আমি এর বিচার চাই।’ এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘তিনি ৪টার পর দোকান খোলা রেখেছেন। অবৈধভাবে বিক্রির কারণে তেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

তেল যেভাবে ছিল সেভাবেই আছে।’

সর্বশেষ খবর