সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

বকেয়া পরিশোধ দাবি চিনিকল শ্রমিকদের

প্রতিদিন ডেস্ক

বকেয়া বেতনসহ আখ চাষিদের পাওনা টাকার দাবিতে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মচারীরা মানববন্ধন করেছে। গতকাল সকাল ১০টায় দিনাজপুরে টিকে থাকা একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিমিটেডের প্রধান ফটকের সামনে সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা এই মানববন্ধন করেন। এদিকে ঠাকুরগাঁও সুগার মিলে কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরজনিত বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঠাকুরগাঁও  জেলা শাখার আয়োজনে সুগার মিল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অপরদিকে বন্ধকালীন সময়ে ৫০ ভাগ বেতন প্রদান সহ শ্রমিক-কর্মচারী ছাঁটাই না করার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে হোটেল শ্রমিকরা।

গতকাল সকালে নাটোর শহরের কানাইখাল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন সীমিত আকারে হোটেল খোলা থাকবে এ অজুহাতে মালিকরা অর্ধেক শ্রমিক ছাঁটাই করছে।

সর্বশেষ খবর