মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

সাহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে

কুমিল্লা প্রতিনিধি

সাহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে

মধ্যরাতে খাবার নিয়ে বাস টার্মিনাল, রেলস্টেশন আর রাস্তায় ঘোরে একদল তরুণ। ছিন্নমূল মানুষের মধ্যে সাহরি বিতরণ করেন তারা। প্রতিদিন ৩৫০ জন মানুষের খাবার তৈরি করা হয়। বাড়িতে রান্না করা খাবার নিয়ে বক্সে করে ভাসমান মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। রাত ১টা থেকে ৩টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এমন চিত্রের দেখা মেলে কুমিল্লা নগরীতে। যুবকদের সম্মিলিত এ প্রয়াসের নাম ‘কুমিল্লার জন্য আমরা’। পয়লা রমজান থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে তাদের এ আয়োজন। সদস্যদের স্বেচ্ছাশ্রম আর মানুষের দানের টাকায় কেনা হয় বাজার সদাই। ঘরেই রান্না করা হয়। আয়োজনে থাকে ভাত, ডাল আর মুরগির গোস্ত। সঙ্গে এক বোতল পানি।

সর্বশেষ খবর