মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউনে ময়মনসিংহে যানজট

ময়মনসিংহ প্রতিনিধি

লকডাউনে ময়মনসিংহে যানজট

ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোডে তীব্র যানজট। রবিবার তোলা ছবি

ময়মনসিংহ নগরীর চারদিকে টহলে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরে প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে আটকানো হচ্ছে যানবাহন। কিন্তু নগরীর ভিতরে লকডাউনের মধ্যেই গতকাল সকাল থেকে দেখা গেছে অসহনীয় যানজট। এমনকি সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে পথে পথে ছিল মানুষের জটলা। নগরীর বাণিজ্যিক এলাকা ছোটবাজার, দুর্গাবাড়ি, স্বদেশি বাজারে গতকাল সকাল থেকে সৃষ্টি হয় যানজট। সড়কে চলছে রিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল।  স্থানীয়রা বলছেন, আগের চেনা রূপেই ফিরছে এসব এলাকা। বিএমএ’র ময়মনসিংহ জেলা সভাপতি বলেন, ‘ময়মনসিংহে গত শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০৩। এর মধ্যে ১৩৪ জনই সদর উপজেলায়। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে সামনের অবস্থা ভয়াবহ হতে পারে। এর মধ্যে মানুষজনের অবাধ চলাফেরা শঙ্কা আরও বাড়াচ্ছে।’ গত ১৪ এপ্রিল ময়মনসিংহ জেলাকে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর