মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

ত্রাণ দাবি হোটেল শ্রমিকদের

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা ত্রাণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে। গতকাল দুপুরে কয়েক শ শ্রমিক পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে জড়ো হন। সেখান থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন। স্মারকলিপিতে জানান, জেলার পাঁচ উপজেলায় হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক রয়েছেন এক হাজার ৮০০ জন। দেড় মাসেরও বেশি সময় ধরে তারা কর্মহীন। দিন এনে দিন খাওয়া এসব শ্রমিক এখন অর্ধাহারে-অনাহারে দিন পার করছে। অল্প কয়েকজন শ্রমিক সরকারি ত্রাণ সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল পেলেও তা কয়েক দিনের মধ্যে ফুরিয়ে গেছে। যত দিন লকডাউন পরিস্থিতি থাকবে তত দিন ত্রাণ সহায়তা দাবি করেন তারা। এ ছাড়া ঈদে বেতনসহ ঈদ বোনাস প্রদানে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

সর্বশেষ খবর