বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ওএমএস কেলেঙ্কারি

ডিলারের পরিবারের ১৩ সদস্য তালিকায়, ব্যাখ্যা চেয়েছে প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার ওএমএস তালিকায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং ওএমএস ডিলার মো. শাহ আলমের স্ত্রী-সন্তানসহ ১৩ স্বজনের অস্তিত্ব পেয়েছে প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে জেলা ওএমএস কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সোমবার শাহ আলমের কাছে তার ডিলারশিপ কেন বাতিল করা হবে না মর্মে ব্যাখ্যা চেয়েছেন। এতে বলা হয় কভিড-১৯ সংক্রমণের উ™ভূত পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দরিদ্র ও নি¤œ আয়ের মানুষের মধ্যে কাউতলীর শহীদ লুৎফুর রহমান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ওএমএস ডিলার হিসেবে আপনি (শাহ আলম) ১০ টাকা কেজির চাল বিক্রি করছেন। ১০ নম্বর ওয়ার্ডের ওএমএসের ভোক্তা তালিকায় আপনার স্ত্রী, মেয়ে, ভাইবোনসহ নিকট আত্মীয়ের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যা ন্যায়সঙ্গত নয়। এই কর্মকা-ের কারণে ওএমএস নীতিমালা ২০১৫ মোতাবেক তার ডিলারশিপ কেন বাতিল হবে না আগামী দুই কর্মদিবসের মধ্যে এর সন্তোষজনক জবাব চাওয়া হয়। ওদিকে বিশেষ ওএমএস তালিকা থেকে সামর্থ্যবান ব্যক্তি ও পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া এবং তালিকা প্রণয়নে সতর্কতা অবলম্বন করার জন্য পৌর মেয়রকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। চিঠিতে বলা হয়, সামর্থ্যবানদের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর পৌরসভার ১২টি ওয়ার্ডে দৈবচয়নভিত্তিতে ভোক্তা তালিকা যাচাই করেছে প্রশাসন।

এতে প্রথম দফায় অন্তর্ভুক্ত ছয় হাজার জন ভোক্তার মধ্যে প্রাথমিকভাবে ৯১ জন সামর্থ্যবান ব্যক্তি বা পরিবারের নাম পাওয়া গেছে। তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া ছাড়াও বিদ্যমান তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে সামর্থ্যবান ভোক্তাদের চিহ্নিত করতে এবং দ্বিতীয় পর্যায়ে প্রণীতব্য ৩ হাজার ৬০০ ভোক্তার তালিকা প্রণয়নে অধিকতর সতর্কতা অবলম্বন করার জন্য মেয়রকে অনুরোধ করা হয়।

সর্বশেষ খবর