বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

ভুট্টা পাতার হাট

লালমনিরহাট প্রতিনিধি

ভুট্টা পাতার হাট

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে লালমনিরহাটের তিস্তা-ধরলা চরের মানুষ। সংকটময় সময়ে চর অঞ্চলের নিম্নআয়ের লোকজন ভুট্টা গাছের পাতা বিক্রি করে জীবন-জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। এতে একদিকে তাদের কিছু আয় হচ্ছে, অন্যদিকে কম দামে খামারিরা পশুর খাদ্য পাচ্ছেন। সরেজমিন দেখা যায়, সদর, আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভুট্টা পাতার হাট বসছে। কাজ না থাকায় দিনমজুর শ্রেণির লোকজন পরিবারের সবাই মিলে ভুট্টা গাছের পাতা ছিঁড়ে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। দাম কম হওয়ায় অনেকে গো-খাদ্য হিসেবে তা কিনছেন। কালীগঞ্জ উপজেলার কৃষক আঙ্গুর বলেন, বর্তমানে এলাকায় কাজ নেই। তাই প্রতিদিন সকালে চরে গিয়ে ভুট্টা পাতা ছিঁড়ে এনে বাজারে বিক্রি করি। এতে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর