বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

দুই বছর ধরে ভেঙে পড়ে আছে সেতুটি -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার দাউদকান্দি-মেঘনা-তিতাস উপজেলার আঞ্চলিক সড়কের দাউদকান্দি পৌর সদরে কদমতলী নদীর ওপর বিধ্বস্ত সেতুটি দুই বছরেও সংস্কার হয়নি। এতে তিন উপজেলার মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসে ইটবোঝাই ট্রাক্টর পারাপারের সময় সেতুটি ভেঙে যায়। এতে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকে সেতুর দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে মানুষ নদী পারাপার হচ্ছে। দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস ছালাম জানান, এই সড়ক দিয়ে বাহেরচর, ভাজরা, বটতলী, হাসনাবাদ, নন্দনপুর, মোহনপুর, ভিটিকান্দি, মজিদপুর, জগদপুর, আলীপুরসহ তিন উপজেলার বহু এলাকার লোকজন যাতায়াত করে। সেতুটি সংস্কার না হওয়ায় গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার উৎপাদিত কৃষিপণ্য সরবরাহে বিড়ম্বনার শিকার হচ্ছেন চাষিরা। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আহসান আলী বলেন, সেতুটি নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আশা করি দ্রুত সেতুটি নির্মাণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর