বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

দৌলতদিয়ায় লঞ্চ বন্ধ ফেরিঘাটে যাত্রীর ভিড়

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়ায় লঞ্চ বন্ধ ফেরিঘাটে যাত্রীর ভিড়

দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ঢল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ বন্ধ থাকার কারণে ফেরিঘাটে যাত্রীর ভিড় বেড়েছে। হঠাৎ যাত্রীর চাপ বৃদ্ধি পাবার কারণে ফেরিতে গাড়ি উঠতে পারছে না। ফলে দৌলতদিয়া প্রান্তে গাড়ির দীর্ঘলাইন পড়ছে।

দৌলতদিয়া ফেরিঘাটে গতকাল গিয়ে দেখা যায়, তিনটি ঘাট দিয়ে ফেরি আসা-যাওয়া করছে। এর মধ্যে ৫ নং ঘাটে ফেরির জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। গাদাগাদি করে তারা ফেরিতে উঠছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা বলেন, গণপরিবহন না থাকায় তীব্র গরমে তাদের কষ্ট করে ব্যাটারিচালিত গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে আসতে হয়েছে। এখানে এসে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়। একাধিক ট্রাকচালক বলেন, দৌলতদিয়া ঘাটে ফেরিতে যাত্রী পারাপারের কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কারণ ফেরি আসার সঙ্গে সঙ্গে যাত্রীরা পন্টুন থেকে ফেরিতে উঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে।

সর্বশেষ খবর