বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

‘মিথ্যা’ মামলা দিয়ে বাড়িঘরে লুটপাট

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িতে হামলা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ২০ দিন ধরে ধারাবাহিকভাবে লুটপাট ও ভাঙচুর চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গতকাল সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন তারা। লিখিত বক্তব্যে জানান, বৃষ্টির পানি জমিতে পড়াকে কেন্দ্র করে লোকমান বেপারী গংদের সঙ্গে গত ২১ এপ্রিল শহিদ মাতুব্বর গংদের সংঘর্ষ হয়। এতে খুন হন লক্ষ্মীপুর গ্রামের শহিদ মাতুব্বর। এ ঘটনাকে পুঁজি করে গ্রাম্য বিরোধ কাজে লাগিয়ে প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা করেন নিহতের এক প্রতিবেশী। এতে আসামি করা হয় ৫৪ জনকে। যাদের বেশির ভাগই সংঘর্ষের সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি যাদের আসামি করা হয়েছে তারা ভিন্ন তিনটি উপজেলার মানুষ। শুধু তাই নয়, এ মামলার পর থেকে বাদীর নেতৃত্বে অর্ধশতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করা হয়। এ লুটপাট অব্যাহত রয়েছে।

আসামিরা গ্রাম থেকে পালিয়ে বেড়ানোর সুযোগ নিচ্ছে হামলাকারীরা। মাঠের ফসলও কেটে নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সর্বশেষ খবর