বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

মানুষকে সচেতন করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মানুষকে সচেতন করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বগুড়ার কাহালুতে স্থানীয় লোকজনদের সচেতন করার লক্ষ্যে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

করোনাভাইরাস প্রতিরোধে লোকজনকে সচেতন করতে বগুড়ার কাহালু উপজেলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের কঠোর নজরদারি রয়েছে। মাইকিং করে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি কাজে যারা বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক ব্যবহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে বলা হচ্ছে। নিজের এবং পরিবার তথা সমাজের স্বার্থে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানান প্রশাসন। প্রতিদিন সেনা সদস্য ও কাহালু থানার ওসির নেতৃত্বে একটি দল উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা অব্যাহত রেখেছেন। মাঝে মাঝে করোনা সংক্রমণ ঠেকানোর কৌশল পরিবর্তনে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হচ্ছে চেকপোস্ট। আবার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও পুলিশের টহল জোরদার করে অহেতুক ঘোরাফেরা ও নির্দিষ্ট সময় পার হওয়ার পর দোকান খোলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়িগুলোও পরিদর্শন করছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

সর্বশেষ খবর