বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে খুলবে ব্যবসাপ্রতিষ্ঠান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারগুলোতে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন স্কাউট সদস্যরা। গত সোমবার দুই দফায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নীলফামারী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। এ সময় বড় বাজারের ব্যবসায়ী ইসরাফিল হোসেন, হামিদুল ইসলাম, রতন দাস, সুপার মার্কেটের হোসেইন খান মানিক, খয়রাত হোসেন মার্কেটের ইয়াসিন আলী প্রমুখ বক্তৃতা করেন।

নীলফামারী চেম্বার পরিচালক হামিদুল ইসলাম জানান, প্রতিটি বাজারে শৃঙ্খলা রক্ষায় নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঈদ এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

সর্বশেষ খবর