বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

৩৮ দিন পর ভারত গেল আটকেপড়া ৬১ ট্রাকচালক

লালমনিরহাট প্রতিনিধি

৩৮ দিন পর বুড়িমারী স্থলবন্দরে আটকেপড়া ৬১ জন ভারতীয় ট্রাকচালককে ফিরিয়ে নিল সে দেশের ইমিগ্রেশন পুলিশ।

বুড়িমারী স্থলবন্দরে পণ্য খালাস করে তাদের ভারতে ফেরার কথা ছিল। হঠাৎ ওই দিন তাদের ফিরিয়ে নেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল বিকাল সাড়ে ৪টায় বুড়িমারী স্থলবন্দরের চ্যাংড়াবান্ধা দিয়ে ৬১ ট্রাকচালককে ফিরিয়ে নিয়েছে দেশটি। এর আগে গত ৪ এপ্রিল বিশেষ ব্যবস্থায় পাটবীজ নিয়ে তারা বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করেছিলেন।

জানা গেছে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে বুড়িমারী স্থলবন্দর হয়ে বাংলাদেশে পাঠানোর জন্য চ্যাংড়াবান্ধায় আনা হয়েছিল পাটবীজগুলো। সে দেশে লকডাউন ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমদানি-রপ্তানি বন্ধ রাখায় সেগুলো ১৫ দিন সেখানেই আটকে ছিল।

পরে উভয় দেশের সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৪ এপ্রিল পাটবীজ নিয়ে ৬১ ভারতীয় ট্রাককে বাংলাদেশে পাঠানো হয়। কথা ছিল বীজ নামিয়ে ওইদিনই তাদের ফেরত পাঠাতে হবে। সে অনুযায়ী বাংলাদেশি সিঅ্যান্ডএফ এজেন্ট ও স্থলবন্দর কর্তৃপক্ষ ওই দিনই ট্রাক খালি করে সেগুলো ফেরত পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু সরকারের নির্দেশনা নেই বলে তাতে বাদ সাধে ভারতীয় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর