বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

দাম পেয়ে খুশি ব্যবসায়ী-কৃষক

সেনা সহযোগিতায় টমেটোর বাজার

দিনাজপুর প্রতিনিধি

দাম পেয়ে খুশি ব্যবসায়ী-কৃষক

সেনা সদস্যদের সহযোগিতায় করোনায় সৃষ্ট সব সমস্যা দূর করে দেশের বৃহৎ টমেটোর পাইকারি বাজারে ১০০ টাকা মণের টমেটো এখন বিক্রি হচ্ছে ৯৫০ টাকা। এতে কৃষক-ব্যবসায়ীসহ সবাই লাভবান হচ্ছেন। দিনাজপুরে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। করোনাভাইরাসের কারণে প্রথমদিকে টমেটোর দাম না পেয়ে হতাশ ও লোকসানে পড়েন চাষিরা। লকডাউনের কারণে পরিবহন সংকট ও বাইরের ব্যবসায়ী আসা কমে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের খোলাহাটি ৪ হর্স, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, বাজার কমিটি ও কৃষকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ শুরু করেন। সেনাবাহিনীর সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পড়ে দেশের এ বৃহৎ টমেটোর বাজার আবার ঘুরে দাঁড়ায়। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের খোলাহাটি ৪ হর্সের মেজর মো. সারোয়ার তুষার বলেন, ‘বিভিন্ন মিডিয়ায় রিপোর্টের ভিত্তিতে জানতে পারি টমেটো বিক্রি করে কৃষক লোকসানে পড়েছেন। তখন এই টমেটোর বাজারে আসি এবং ব্যবসায়ীসহ প্রান্তিক কৃষকের সঙ্গে কথা বলি। আমরা বেসামরিক প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ শুরু করি।

সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি যেসব পাইকারি ব্যবসায়ী করোনার আতঙ্কে আসতে পারেননি, তাদের আনার ব্যবস্থা করি। এরই মধ্যে ৩২ জন ব্যবসায়ীকে পঞ্চগড় জেলায় পাঠাতে সক্ষম হয়েছি। ঈদের আগে এবং পরে আরও পাইকারি ব্যবসায়ীকে বিভিন্ন জেলায় পাঠানোর উদ্যোগ নিয়েও কাজ করছি।’

সর্বশেষ খবর