বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

নাঙ্গলকোটে করোনা পজিটিভ ঘটনা নিয়ে চাঞ্চল্য

লাকসাম প্রতিনিধি

করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শ পাওয়া স্বামী-স্ত্রীর পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া গেছে। কিন্তু দম্পতির ছেলে ও মেয়ে ওই চিকিৎসকের সংস্পর্শ না পেলেও তাদের পজিটিভ রিপোর্ট এসেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ১ মে নাঙ্গলকোটের  কান্দাল গ্রামের এক ব্যক্তি অসুস্থ হলে স্ত্রী তাকে নোয়াখালী শহরে নিয়ে যান। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে স্বামী-স্ত্রী  বাড়ি আসেন। এর সপ্তাহখানেক পর ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাজানি হয়। ১০ মে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম ওই পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে। বুধবার ওই পরিবারের সদস্যদের রিপোর্ট আসে। রিপোর্টে বাবা-মায়ের করোনা নেগেটিভ ও ছেলে-মেয়ের পজিটিভ পাওয়া যায়। ছেলের বয়স ১২ আর মেয়ের বয়স ১৬ বছর। জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে রোগীর বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব জানান, হোম আইসোলেশনে রেখে আক্রান্ত ভাই-বোনের চিকিৎসা শুরু হয়েছে।

সর্বশেষ খবর