বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় করোনা সংকটের মধ্যে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের অনেকেই খাদ্য সহায়তা চাইতে সরকারি তথ্যভান্ডার ৩৩৩-এ ফোন করছেন। ফোন পেয়ে সহায়তা চাওয়া ব্যক্তিদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। তিনি গত দেড় মাস ধরে প্রায় ৮০০ পরিবারে খাবার দিয়েছেন।

 খাবার দেওয়ার আগে যাচাই-বাছাই করে এ খাবার দেওয়া হচ্ছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

ইউএনও জানান, ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে খাদ্য সহায়তা গ্রহণ করছেন অনেকেই। তার মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। তারা তো ৩৩৩-এ ফোন করে খাদ্য সহযোগিতা চাচ্ছেন। তাদের ফোন পেয়ে ওই সব মানুষের দ্বারে দ্বারে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর