শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরের শোলাকুড়ি ফকিরতলার রনক স্পিনিং মিলে কর্মী ছাঁটাই করাকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় চার পুলিশ সদস্যসহ ৩৫ জন আহত হয়েছেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের মধ্যে ৭ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শেরপুর থানার ওসি জানান, ওই কারখানার দুই শ্রমিক শরীফুল ইসলাম ও আবদুল মালেক পরিচয়পত্র ছাড়াই বুধবার রাতের শিফটে কাজে যোগ দিতে কারখানায় যান। পরিচয়পত্র ছাড়া ভিতরে যেতে না দেওয়ায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিত-া ও হাতাহাতি হয়। ঘটনা জানাজানি হলে অন্য শ্রমিকরাও ক্ষুব্ধ হয়ে উঠেন। ওই দুই শ্রমিককে মারপিটের প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে তারা কারখানা এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেন। একই সঙ্গে বকেয়া বেতনসহ অন্য দাবি নিয়েও বিক্ষোভ করতে থাকেন বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এভাবে রাতভর সংঘর্ষ চললেও সকালের দিকে পরিস্থিতি শান্ত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা আবারও সংঘটিত হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের ওপর চড়াও হয় তারা। তিন পুলিশ সদস্যকেও মারপিট করে। পুলিশ লাটিচার্জ শুরু করলে আবার সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়।

সর্বশেষ খবর