শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নওপাড়া

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই মেম্বারের বিরুদ্ধে দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ইউনিয়নটিতে। গত কয়েকদিন ধরে চেয়ারম্যান-মেম্বারের সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে বিক্ষোভ-মানববন্ধন, সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় নওপাড়া ইউনিয়নের বেশির ভাগ মানুষই বিক্ষুব্ধ। নওপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের দুই মেম্বার আতিয়ার রহমান ও মনজুর হোসেন বিভিন্ন সময় তার কাছে অনৈতিক নানা সুবিধা চান। তিনি তাদের সেই সুবিধা না দিলে তার বিরুদ্ধে অপপ্রচার চালান। সর্বশেষ করোনার কারণে সরকারি মানবিক সহায়তা কার্ডের বিপরীতে মেম্বারদ্বয় দুস্থদের কাছ থেকে টাকা চান। বিষয়টি জানার পর তিনি মেম্বারদ্বয়কে সতর্ক করলে তারা তার ওপর ক্ষিপ্ত হন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মেম্বারদ্বয়ের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হলে তারা প্রতিপক্ষের কিছু ব্যক্তিকে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে নামেন। নিজেদের দুর্নীতি ঢাকতেই তারা এখন বেপরোয়া হয়ে উঠেছেন। চেয়ারম্যান আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছেন। তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। নওপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবুল হাসেম মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঙ্গে কথা হলে তারা জানান, দুই মেম্বারের অনৈতিক কর্মকাে  বাধা দেওয়ার কারণেই তারা চেয়ারম্যানের বিরুদ্ধে মাঠে নেমেছে। শান্ত ইউনিয়নটিকে অশান্ত করতে এবং নিজেদের দুর্নীতি থেকে আড়াল করতেই মেম্বাররা এসব কাজ করছেন। তারা আরও বলেন, যে মেম্বার অপপ্রচার চালাচ্ছেন-সেই মেম্বার একাধিকবার দুর্নীতির কারণে অভিযুক্ত হয়েছেন। তাকে একবার সেনা সদস্যরা দুর্নীতির কারণে গাছে ঝুলিয়ে পিটিয়েছিল। নওপাড়া ইউনিয়ন পরিষদের ৭ মেম্বার ও ৩ সংরক্ষিত মহিলা মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। অভিযুক্ত দুই মেম্বার আতিয়ার রহমান ও মনজুর হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান দুর্নীতিবাজ। তার দুর্নীতির বিষয়ে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাঁয়তারা চালাচ্ছেন।

সর্বশেষ খবর