শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

মাদারীপুরে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি

করোনাভাইরাসের ঝুঁকি প্রতিরোধে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মাদারীপুরের চারটি উপজেলার ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান বাদে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় শনিবার (আজ) সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মাদারীপুরের চারটি উপজেলার ওষুধের ও নিত্যপ্রয়োজনীয় দোকান বাদে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা প্রতিরোধ কমিটির আজকের (গতকালের) সভায় আমরা সবাই সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। কেউ সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  গত ১৬ এপ্রিল মাদারীপুরকে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জেলার ব্যবসায়ীরা গত ১০ মে থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে। তবে বিভিন্ন দোকানপাটে স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা করায় ঝুঁকিতে পড়ে পুরো মাদারীপুর। তাই করোনাভাইরাস ঝুঁকি বিবেচনায় পুনরায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা শাজাহান খান এমপি, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর