শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

চোর শিকারিরা সুন্দরবনে মেতেছে হরিণ শিকারে

বাগেরহাট প্রতিনিধি

চোর শিকারিরা সুন্দরবনে মেতেছে হরিণ শিকারে

সুন্দরবনের চিত্রল হরিণ -বাংলাদেশ প্রতিদিন

সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রল হরিণ। বন বিভাগের কঠোর নজরদারির কারণে সুন্দরবনে প্রচুর পরিমাণে হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে। এবার করোনাভাইরাসের কারণে রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়ে চোর শিকারিরা সুন্দরবনে মেতে উঠেছে হরিণ শিকারে। সংঘবদ্ধ চোর শিকারি চক্র হরিণ শিকার করে তার মাংস ও চামড়া বিক্রিসহ জ্যান্ত হরিণ ও চামড়া দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের অভিযোগ রয়েছে। আবার কার্যসিদ্ধির জন্য ভিআইপিদের টিপস হিসাবেও হরিণের মাংস বা চামড়ার রয়েছে বহুল ব্যবহার। চোর শিকারিদের দমন করা না গেলে বিরল প্রজাতির এই হরিণ অস্তিত্ব¡ সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চোর শিকারিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, সুন্দরবন বিভাগসহ প্রশাসনের কঠোর নজরদারির কারণে ইতিমধ্যে সুন্দরবন থেকে বেশ কিছু হরিণ ও হরিণ ধরা ফাঁদ, হরিণের মাংস উদ্ধার হয়েছে। উদ্ধারের ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর