শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় ঝড়ে ব্যাপক ক্ষতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ঝড়ে ব্যাপক ক্ষতি

কালবৈশাখী ঝড়ে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ৫৫ কিলোমিটার সর্বোচ্চ গতির ঝড়ের স্থায়িত্ব প্রায় পাঁচ মিনিট। জেলার অনেক স্থানে গাছপালা ভেঙে পড়েছে। গতকাল বেলা ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার ওপর দিয়ে ৫৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। পাঁচ মিনিটের মূল ঝড়ে জেলার অনেক স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার।  চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, ঝড়ে চুয়াডাঙ্গা জেলায় আম, কলা, পান ও পেঁপের ক্ষতি হয়েছে। ঝড়ে অনেক স্থানে পানবরজ পড়ে গেছে। ভেঙে গেছে কলা ও পেঁপে গাছ। তবে, ধানের ক্ষতি হয়নি। ফরিদপুরে লণ্ডভণ্ড  মুরাটিয়া গ্রাম : ফরিদপুর প্রতিনিধি জানান, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামটির বেশির ভাগ বাড়ি-ঘর কালবৈশাখী ঝড়ে ল ভ  হয়ে গেছে। ২০ মিনিটের এ ঝড়ে গ্রামের প্রায় শতাধিক কাঁচা-পাকা ঘর বাড়ি, হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে। এ সময় প্রচন্ড ঝড়ে তছনছ হয় মুরাটিয়া গ্রামের অধিকাংশ ঘর-বাড়ি।

সর্বশেষ খবর