শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

ভোলায় পুলিশ-মুসল্লি সংঘর্ষ, আহত ১০

ভোলা প্রতিনিধি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার জেরে শুক্রবার বাদ জুমা মনপুরা উপজেলার রামনেওয়াজ বাজার এলাকায় উত্তেজিত মুসল্লিরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার শ্রীরাম নামের এক যুবক মহানবী ও বিবি আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তিমূলক একটি ফেসবুক পোস্ট শেয়ার করে। এর প্রতিবাদে রামনেওয়াজ এলাকার কয়েকটি মসজিদ থেকে বাদ জুমা মুসল্লিরা মিছিল বের করে চৌমুহনী বাজারে শ্রীরামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা করে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ শটগানের ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। মনপুরা থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

শ্রীরামকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর