শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

দোষ না খুঁজে মানুষের পাশে দাঁড়ান : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, করোনাভাইরাসের সংকটে সরকারের দোষ না খুঁজে মানুষের পাশে দাঁড়ান। মানুষের দুর্যোগকে পুঁজি করে রাজনীতি না করে মানবিক হোন। গতকাল তার রত্মগর্ভা মা আশ্রাফুন্নেসার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়িয়া ও সখিপুরে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সকালে কবর জিয়ারত, কুরআনখানি ও ফাতেহা পাঠ করা হয়। শামীম বলেন, করোনার এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের আশা এবং ভরসার জায়গা একটাই সেটি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ্য নিয়ে লড়াই করে যাচ্ছেন।

এই করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলা করার জন্য। সব সময় তিনি প্রতিটি কাজের তদারকি করছেন, প্রয়োজনীয় নির্দেশানা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন। বিভিন্ন প্রণোদনা দিচ্ছে।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর