শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

পৌরসভার সচিবকে পেটালেন কর্মচারীরা!

বগুড়ার শেরপুরে পৌরসভার সচিব ইমরুল মুজিবকে পিটিয়েছেন পৌরসভার কর্মচারীরা। বেতন-ভাতা না দেওয়া ও পূর্ব শক্রতার জেরে ক্ষিপ্ত হয়ে কর্মচারীরা সচিবের কার্যালয়ে গিয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করেন। এ ঘটনায় বৃহস্পতিবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিষোদ্গার করা বিএনপির অভ্যাস

যে কোনো সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার গতকাল রায়পুরার পলাশতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় ইমান উদ্দিন ভূঁইয়া, এ কে এম মহিউদ্দিন, মশিউর রহমান কনক, তফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। -নরসিংদী প্রতিনিধি

ঈদসামগ্রী বিতরণ

সোনারগাঁ উপজেল আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এ পর্যন্ত কমপক্ষে ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এ ছাড়া টাকার অভাবে মনি বেগম নামে এক নারী তার শিশু সন্তানকে বিক্রি করতে চাইলে তিনি তার পাশে দাঁড়ান। গতকাল ওই নারীর বাড়িতে গিয়ে ঈদ বাজার, শিশু সন্তানকে জামাকাপড়, খেলনা ও নগদ অর্থ প্রদান করেন। -সোনারগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর