রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

বকেয়া বেতন-ভাতার দাবি

ফরিদপুর প্রতিনিধি

বকেয়া বেতন-ভাতার দাবি

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ৮ শতাধিক শ্রমিক কর্মচারীদের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে গতকাল সকাল ৯টা হতে ১০টা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকে শ্রমিক কর্মচারী কর্তৃক অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন শাহ মো. হারুন অর রশিদ, কাজল বসু প্রমুখ। বক্তারা বলেন, চলতি বছর ফরিদপুর চিনিকলের ৪ হাজার ৫৪৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করেছে। ১৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৭৬ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে যার বাজার মূল্য ১৮ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। তিন মাসের বকেয়া বেতন-ভাতার টাকার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। চিনি শিল্পকে টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর