শিরোনাম
রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জের রেশম পল্লীতে নেই কর্মচাঞ্চল্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঈদকে সামনে রেখে কর্মচাঞ্চল্যতা বেড়ে থাকে চাঁপাইনবাবগঞ্জের রেশম পল্লীতে। তবে এবার করোনার কারণে তাঁতের খুটখাট শব্দ একেবারে নেই, পুরো পল্লীতে চলছে সুনসান নীরবতা। ফলে তাঁতের সঙ্গে জড়িত প্রায়  ১০ হাজার কারিগর বেকার হয়ে পড়েছেন। কবে নাগাদ তাদের তাঁতের কারখানা চালু হবে এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। জানা গেছে,  জেলার রেশম পল্লী হিসেবে খ্যাত সদর উপজেলার লাহারপুর, শিবগঞ্জ উপজেলার হরিনগর ও কানসাটের বিশ্বনাথপুরে ঈদকে পুঁজি করে কয়েক মাস তাঁতের খুটখাট শব্দে কারিগর-শ্রমিকরা ব্যস্ত সময় পার করতেন। আর তাদের পরিশ্রমে রেশম শাড়ির বুননে বৈচিত্র্যের ছোঁয়া দিতে দিনরাত কাজ করতেন কারিগররা। বছরের অন্য সময়ের তুলনায় এখন চাহিদা থাকতো অনেক বেশি, তাই নানা ধাপে এখানে রাত-দিন কাজে ব্যস্ত থাকতেন তাঁতশ্রমিকরা। ফলে বাহারি সব রেশম সিল্কের পোশাক ছড়িয়ে পড়তো রাজধানী ঢাকার আড়ং, রাজশাহীসহ অভিজাত বিভিন্ন বিপণীবিতানগুলোয়। এখানকার রেশম সিল্কের তৈরি শাড়ি, পাঞ্জাবির কাপড়,  বেনারশী, গরদের মটকা, ওড়না, সালোয়ার কামিজ মূলত উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের পোশাকের আভিজাত্য ফুটিয়ে তোলে। তবে এবার করোনার প্রভাবে তাদের সবকিছুই এলোমেলো করে দিয়েছে।  প্রসঙ্গত, জেলায় প্রায় ২ হাজার তাঁত শিল্প তথা কারখানা রয়েছে এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছেন ১০ হাজার শ্রমিক-কর্মচারী। আর শুধু এই ঈদেই তৈরি হতো প্রায় ৪ কোটি টাকার শাড়ি কাপড় ও পোশাক। কিন্তু এবার করোনার কারণে সবই ছন্দপতন ঘটেছে।

সর্বশেষ খবর