রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

গাড়ি বিক্রির টাকায় কেনা হলো ঈদের জামা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনায় কর্মহীন পরিবারের ১৪ হাজার শিশুর মুখে হাসি ফোটাতে ঈদের নতুন জামা কিনে দিলেন বগুড়ার সমাজসেবক আবদুল মান্নান আকন্দ ও ব্যবসায়ী নাহারুল ইসলাম। আবদুল মান্নান আকন্দ তার ব্যবসার লভ্যাংশ এবং নাহারুল ইসলাম তার শখের গাড়ি বিক্রি করে ১৪ হাজার শিশুকে নতুন পোশাক প্রদান করছেন। গতকাল প্রথম দফায় বগুড়ার সরকারি শিশু পরিবার (বালিকা) এর ১৩৫ জন নিবাসীর মাঝে নতুন জামা বিতরণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করা হয়। সমাজসেবক আবদুল মান্নান আকন্দের অনুপ্রেরণায় ব্যবসায়ী নাহারুল ইসলাম তার এক্স করোলা সাদা রংয়ের কার সাড়ে ৯ লাখ টাকায় বিক্রি করেন। আর ব্যবসায়ী আবদুল মান্নান তার ব্যবসার লভ্যাংশ থেকে বাকি টাকা দিয়ে ১৪ হাজার শিশুকে নতুন জামা কিনে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রীপা মোনালিসা, আজিজুর রহমান লিটন, আবদুস সালাম বাবু, লিমন বাশার, এইচ আলিম, শুভসংঘের শিশির মোস্তাফিজ, আহম্মেদ হোসাইন নাঈম প্রমুখ।

সর্বশেষ খবর