সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

নিয়ম না মেনে ঈদ বাজারে ভিড়

পঞ্চগড় প্রতিনিধি

নিয়ম না মেনে ঈদ বাজারে ভিড়

পঞ্চগড়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে কেনাকাটা -বাংলাদেশ প্রতিদিন

পঞ্চগড়ে ঈদের কেনাকাটার জন্য বাজারগুলোতে উপচে পড়া ভিড়। শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত দিন পার করছে। করোনা সংক্রমণ রোধে কোনো নিয়ম মানছেন না ক্রেতা-বিক্রেতারা। সামজিক দূরত্ব না মেনেই চলে কেনাকাটা। কোনো দোকানের সামনে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা নেই। অনেকে মাস্কও ব্যবহার করছেন না। দলে দলে মানুষ বাজারে ঢুকছে। প্রতিটি দোকানের সামনে স্বাস্থ্যবিধি সংবলিত পোস্টার-ব্যানার লাগানোর কথা থাকলেও কোনো দোকানের সামনেই এ ধরনের ব্যানার ফেস্টুন নেই।

বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লা থেকেও মানুষ বাজারে আসছে। মার্কেটে লোকজনের ভিড় দেখে অনেকে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন। সচেতন নগরবাসীর দাবি, বাজার এবং শহরগুলোকে আরও কঠোর লকডাউনের আওতায় আনা হোক। না হলে পরিস্থিতি ভয়াবহ হবে। 

সর্বশেষ খবর