সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

ট্রাকচাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত

প্রতিদিন ডেস্ক

ট্রাকচাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী ও নাটোরে সড়কে প্রাণ গেছে আরও চারজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বগুড়া : শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর যমুনাপাড়ায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী নীলা খাতুন (৩৫) ও ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবনসাহার মেয়ে অর্পিতা সাহা (২০)। আহতদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের বুধন্তী নামক এলাকায় গতকাল অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সুভাষী দেবনাথ (৫৫) নামে এক নারী নিহত হন। তার বাড়ি বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামে। অন্যদিকে কসবার মনকাশাইর এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় পিকআপ ভ্যান । এতে মোটরসাইকেলটি খাদে পড়ে ঘটনাস্থলেই এর আরোহী মারা যান। নিহতের পরিচয় জানা যায়নি। নীলফামারী : সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে কামারপুুকুর ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান কামারপুকুর ইউনিয়নের দোয়ালীপাড়ার বাসিন্দা। তিনি একটি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ছিলেন। নাটোর : বড়াইগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রলির সঙ্গে ট্রাকের ধাক্কায় ট্রলিচালক সেলিম হোসেন (৩৫) নিহত ও শরীফুল ইসলাম নামে এক ধান ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার রাতে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন উপজেলার মাড়িয়া দ্বীপপাড়ার আব্দুর রহমান সবুলের ছেলে।

সর্বশেষ খবর